সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনেক আগের জাকের পার্টির একটি
মহাসমাবেশের কথা বড্ড মনে পড়ছে। আমার প্রবল ধারণা,
বাংলাদেশের অধিকাংশেরও বেশি লোক এই নামের রাজনৈতিক দলের কথা
জানে না। এটি ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিল দ্বারা পরিচালিত হয়। এই দলের তখনকার এবং
আজকের সুপ্রিম লিডার হলেন, পীরজাদা আলহাজ্জ মোস্তফা আমীর
ফয়সল মুজাদ্দেদী।
এই মহাপুরুষের ডাকে সিলেটে যে মহাসমাবেশ হয়েছে এককথায় অসাধারণ। আমরা যারা কিছুটা রাজনীতির সাথে জড়িত ছিলাম, অভিভূত হয়েছি। অন্তত সিলেটের মাটিতে মাজারি-টাইপের লোকের এত শক্তি রয়েছে। তাও আবার যার নাম এবং দলকে কেউ চিনে না।
সকল দলের খেলা শেষ, জাকের পার্টির বাংলাদেশ। এই শ্লোগানে পুরো আলীয়া মাঠ মুখোরিত ছিল।
ব্যাটার নসীবটা আসলেই খারাপ। জাকারবার্গের উন্মোক্ত করা ফেসবুকটা তখন থাকলে হয়তো ক্যাপশনটা এরকম হতো “এটা ভারত-পাকিস্তান নয়, এটা মালদ্বীপ-সুদান নয়, এটা বাবা শাহজালালের আলীয়া মাঠ।” মাজারি তো, বাবার কথাই তো আসবে।
এই মহাপুরুষের ডাকে সিলেটে যে মহাসমাবেশ হয়েছে এককথায় অসাধারণ। আমরা যারা কিছুটা রাজনীতির সাথে জড়িত ছিলাম, অভিভূত হয়েছি। অন্তত সিলেটের মাটিতে মাজারি-টাইপের লোকের এত শক্তি রয়েছে। তাও আবার যার নাম এবং দলকে কেউ চিনে না।
সকল দলের খেলা শেষ, জাকের পার্টির বাংলাদেশ। এই শ্লোগানে পুরো আলীয়া মাঠ মুখোরিত ছিল।
ব্যাটার নসীবটা আসলেই খারাপ। জাকারবার্গের উন্মোক্ত করা ফেসবুকটা তখন থাকলে হয়তো ক্যাপশনটা এরকম হতো “এটা ভারত-পাকিস্তান নয়, এটা মালদ্বীপ-সুদান নয়, এটা বাবা শাহজালালের আলীয়া মাঠ।” মাজারি তো, বাবার কথাই তো আসবে।
Comments
Post a Comment