সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালবাসে



ছড়াকার হিসেবে পুরস্কারপ্রাপ্ত লেখক নুমান মাহফুজ তার ফেসবুকের একটি পুরোনো স্ট্যাটাস দেখালোগলা খাদে নামিয়ে বলল, এই লেখাটা পোস্ট করার কারণে অনেকের তির্যক মন্তব্য শুনতে হয়েছেআমি লেখাটা কিছুটা পড়লামপড়েই বুঝতে পারলাম; এটা প্রেম সংক্রান্তআমি অনেক আগেই ফেসবুকে পড়েছিতখনই আমি বেশ আগ্রহ নিয়ে-ই লেখাটা পড়িপ্রেমের ব্যাপারে আমি বরাবরই একটু বেশি-ই উৎসাহী কিনা

বিজ্ঞানীরা বলেছেন, পুরুষরা মিনিটে দুই বার যৌন চিন্তা করেসেখানে বারবার প্রেমের চিন্তা আসবে, এটা স্বাভাবিক নয় কিকেউ প্রকাশ করছে কেউ করছে নাকেউ প্রেমে জড়িয়েও যাচ্ছেকিন্তু লেখকদের এই এক দুর্বলতা; নিজেদের অতি গোপনীয় ব্যাপার হেসে-খেলে বলে দেয়নুমান মাহফুজ এ থেকে বাদ যাবে কেন?

এবার আসি আমার কথায়প্রেম বিষয়ে লেখা আমাকে দারুণ রোমাঞ্চ দেয়আমি উপভোগ করিকল্পনায় সাজিয়ে রাখিকিন্তু এই কল্পনায়-ই আমার প্রেম সীমাবদ্ধবাস্তবে করতে পারি নাকেন যে পারি না, তাও জানি না

এই ব্যাপারে হুমায়ূন আহমেদের একটি নাটকের সংলাপ বলি
মামা, পুলিশ কি আপনাকে টপ সন্ত্রাসী ডিক্লেয়ার দিছে?
এখনো দেয় নাইকেন যে দিল না এইটাই বুঝলাম নাহাটুর নিচের পোলাপান টপ টেরর রঙবাজ হয়ে গেলআমি এখনো এখানে-ই পড়ে আছি
এটা কিন্তু মামা, ইজ্জতের সওয়াল
এই বছর দু-তিনটা বড় কাজ করুমএতে যদি কিছু হয়

আমার এক বন্ধু প্রেম করেএকজন দুজনের সঙ্গে নাঅনেক মেয়ের সঙ্গেপ্রায় সকলের সাথেই একেবারে লদকালদকিমেয়েরা কেন যে তাকে পছন্দ করে এখনো বুঝতে পারি নাচরিত্র তো বুঝতেই পারছেনচেহারা-সুরতও এমন রসগোল্লা না যে দেখলেই প্রেম উতলে ওঠেসে দুই মেয়ের সাথে প্রেম করেতারা পরস্পর বান্ধবীসেই নেংটা কাল থেকে-ইতারা প্রথমে বুঝতে পারে নি; তারা একে অপরের সতিন হতে যাচ্ছেযখন বুঝতে পারেতখন আর দেরি না করে অ্যাকশনে নেমে পড়েতাদের দীর্ঘদিনের বন্ধুত্ব চলে যায়একটা-ই অভিযোগতুই আমার ইয়ের.....সাথে কথা বলিস কেন? আর কথা বললে শেষ করে ফেলবকিন্তু আমার গুণধর বন্ধু উভয়ের সাথে প্রেম ঠিক-ই করে যাচ্ছেন

 সেদিন আমার এক চাচাতো বোন একটি মেয়ের সম্বন্ধে বলতে গিয়ে বলল, মেয়েরা যে কত নির্লজ্জ ওই দেখজাস্ট বিয়ের কথা হচ্ছেএখনো ফাইনালের ধারে কাছেও নাইসে বরের ভাই-বোন-ভাবিদের সাথে নিজে ফোন করে কথা বলেদুই-চার মিনিট নাএকেবারে ঘন্টার ওপরেতাও আবার ন্যাকা ন্যাকা ভাব ধরে, শরীর মোচড় দিয়ে দিয়েবেহায়ার হদ্দ

আমি চুক চুক করে আফসোসের শব্দ করে বললাম, আমার কপালটা আসলে-ই খারাপবয়স কি আর কম হলোঅথচ একটা মেয়ে এখনো চোখ তুলেও তাকাল নাআমার অর্ধেক বয়সের পোলারা ডজন ডজন প্রেম করেবড়ই আফসোস!

 সে রাগ এবং বিরক্তিভরে বলল, তুমিও ভঙ ধরদেখবে কত্ত মেয়ে তোমার পায়ে পায়ে ঘুরছে
আমি শাকিব খানের স্টাইলে রাখা চুলে হালকা হাত বুলিয়ে করুণ সুরে বললাম, আর কত ভঙ ধরব
 সে এবার রাগ এবং বিরক্তি প্রকাশ করলকারণ তার চোখ ছোট ছোট হয়ে গেছেকপাল, ভুরু থুত্থুরে বুড়ির মতো কুঁচকে গেছেবলল, তুই তোর মার সোনা-দানা চুরি করেছিস?
না
 তোর আব্বার পকেট মেরেছিস?
আমি চিন্তায় পড়ে যাইবাবার পকেট মারে না এমন ছেলে এই দুনিয়ায় পাওয়া যাবে? আমার মনে হয় না পাওয়া যাবেচিন্তিতভাবেই বললাম, ছোট থাকতে কয়েকবার মেরেছিলামএকবার ধরা খেয়ে......
 সে মহাবিরক্ত হয়ে আমাকে থামিয়ে বলল, সে কথা আমি বলি নিআগে যেটা করেছিস, সেটা পাঁচ-দশ টাকার ব্যাপার ছিলোএখন মানে চ্যাংড়ামীর বয়স হবার পর থেকে দুই হাজার তিন হাজার মেরেছিস?
আমি গাল ফুলিয়ে বললাম, আরে ধুরঅতো টাকা সরালে তো বাসা থেকে বের করে দেবে
 সে শক্ত করে আমার নাক চেপে বলল, তাহলে মেয়েরা তোমার দিকে তাকাবে কি করে? প্রেম কেন করবে? তাদের বয়েই গেছে তোমার সাথে প্রেম করতেযতো হিরো ভাব ধর কাজ হবে না

আমি বোকার মতো তার দিকে চেয়ে থাকিপ্রেমের সাথে টাকার কী সম্পর্ক? প্রেমের গল্প-উপন্যাস অনেক পড়েছিকিন্তু এই কথা তো পাইনি

Comments