তাকে দেখেই আমার কী রকম যেন শুরু হয়েগেল। অথচ লোকটিকে আমি কোনোদিন দেখিনি। এই প্রথম দেখা। আমার পরিচিত একজনের বাসায় এসেছি। সবে জমে আলাপ শুরু করেছি, তার আগমন। আসলে তার চেহারায় কোন বদ জিনিষের আছর নেই। আমার ভয় অন্য জায়গায়। মনে হয় আমার দিকে তার নেক দৃষ্টিই এই অযাচিত ভয়ের কারন।
শুনেছিলাম মিস ইউনিভার্স বা আমরা সহজে বুঝি, সুন্দরী প্রতিযোগিতায় সুন্দরী ললনাদের পায়ের পাতা থেকে মাথার উপরের চুলের উপরের অংশ পর্যন্ত বিচারক মহাশয়রা অতি তীক্ষ্ন নজরে তাকান। আহ্ সৃষ্টার সৃষ্টি কত সুন্দর! না জানি.....
লোকটি আমার দিকে মোটামুটি এই রকম তীক্ষ্ন নজরে তাকিয়ে আছে। আমি এই ধরনের লোকদেরকে চিনি। চিনি বলতে আমার অভিজ্ঞতা আর কি। কুরআন-হাদিস নিয়ে কচকচানি শুরু হয়ে যাবে।
যেই ভাবা সেই কাজ। লোকটি শুরু করে দিয়েছে। আহ্ বাঁচার জন্য কত আকুতি। আরেকবার বুঝতে পারলাম, রোহিঙ্গারা কত অসহায়। আসলে আমার এই আকুতিটা মনে মনে। কেমনে এই বাসা থেকে বের হই? যদি দরজাটা অতিক্রম করতে পারতাম! এক দৌঁড়ে মোটামুটি মাইল দুয়েক চলে যেতাম। এই রকম না হলেও দৌঁড়ের অভিজ্ঞতা আমার আছে। আমার পরিচিতজনরা সেটা ভালো করেই জানে।
লোকটি এক পর্যায় বলে বসলো। এই যে মাওলানারা খতম পড়ে। এইটা কোথায় পেলো? সহীহ হাদিসে........। অটো আমার নাক মুখ দিয়ে বাতাস বের হলো। এই এতক্ষণে আমার ভেতরে জমা থাকা নিশ্বাসটুকু বের করতে পারলাম। কী যে করি।
শুনেছিলাম মিস ইউনিভার্স বা আমরা সহজে বুঝি, সুন্দরী প্রতিযোগিতায় সুন্দরী ললনাদের পায়ের পাতা থেকে মাথার উপরের চুলের উপরের অংশ পর্যন্ত বিচারক মহাশয়রা অতি তীক্ষ্ন নজরে তাকান। আহ্ সৃষ্টার সৃষ্টি কত সুন্দর! না জানি.....
লোকটি আমার দিকে মোটামুটি এই রকম তীক্ষ্ন নজরে তাকিয়ে আছে। আমি এই ধরনের লোকদেরকে চিনি। চিনি বলতে আমার অভিজ্ঞতা আর কি। কুরআন-হাদিস নিয়ে কচকচানি শুরু হয়ে যাবে।
যেই ভাবা সেই কাজ। লোকটি শুরু করে দিয়েছে। আহ্ বাঁচার জন্য কত আকুতি। আরেকবার বুঝতে পারলাম, রোহিঙ্গারা কত অসহায়। আসলে আমার এই আকুতিটা মনে মনে। কেমনে এই বাসা থেকে বের হই? যদি দরজাটা অতিক্রম করতে পারতাম! এক দৌঁড়ে মোটামুটি মাইল দুয়েক চলে যেতাম। এই রকম না হলেও দৌঁড়ের অভিজ্ঞতা আমার আছে। আমার পরিচিতজনরা সেটা ভালো করেই জানে।
লোকটি এক পর্যায় বলে বসলো। এই যে মাওলানারা খতম পড়ে। এইটা কোথায় পেলো? সহীহ হাদিসে........। অটো আমার নাক মুখ দিয়ে বাতাস বের হলো। এই এতক্ষণে আমার ভেতরে জমা থাকা নিশ্বাসটুকু বের করতে পারলাম। কী যে করি।
![]() |
Kamruddin Yahia |
Comments
Post a Comment