প্রশংসা নিয়ে বলেন গুণীজন


● আমরা সাধারণত অন্যদের প্রশংসা করি না, অথচ নিজে প্রশংসিত হতে চাই।
ফ্রাঙ্কোস দ্য লা রচফোকাল্ড (১৬১৩-১৬৮০), ফরাসি লেখক

● অন্যের তারিফ করা দারুণ একটি বিষয়। তারিফের মাধ্যমে অন্যের মধ্যকার শ্রেষ্ট বিষয়টিকে নিজের করে তোলা যায়।
ভলতেয়ার (১৬৯৪-১৭৭৮), ফরাসি লেখক

 ● প্রত্যেকেই আমরা সমস্যাবহুল একটি পৃথিবীতে সাঁতরে বেড়াচ্ছি, যা কেউই জানে না। অথচ একটুখানি প্রশংসা বা উৎসাহ আমাদের লক্ষ্য পূরণে দারুণ সহায়তা করতে পারে।
রবার্ট কুলিয়ার (১৮৮৫-১৯৫০), মার্কিন লেখক

 ● প্রশংসা সব সময়ই উষ্ণ ও প্রত্যাশিত। কিন্তু তা অর্জন করে নিতে হয়, যেমনটা শিশুর কাছ থেকে আলিঙ্গন পেয়ে থাকি আমরা।
ফিলিস ম্যাকগিনলে (১৯০৫-১৯৭৮), মার্কিন লেখক

● আপনি যত প্রশংসা করবেন, নিজের জীবনকে ততই উপভোগ করবেন এবং জীবনে উপভোগের বিষয় খুঁজে পাবেন।
অপরাহ উইনফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব (১৯৫৪-)

● যিনি প্রশংসার যোগ্য, তাঁকে প্রশংসা করা উচিত বলে আমি বিশ্বাস করি।
ডিন স্মিথ, মার্কিন ক্রীড়াবিদ (১৯৩১-২০১৫)

● আমি সব সময়ই একটি বিষয় বিশ্বাস করি, কেউ যদি অন্যের জন্য ভালো কিছু করতে সক্ষম হয়, তাহলে তার অবশ্যই প্রশংসা করা উচিত।
রবিশংকর (১৯২০-২০১২), ভারতীয় সংগীতজ্ঞ

● বেশির ভাগ সময়ই আমরা স্পর্শের জোর, হাসি, ভালো কথা, সত্যিকারের প্রশংসার শক্তিকে গুরুত্ব দিই না। এসবই জীবন বদলে দিতে পারে।
লিও বাসক্যাগলিয়া (১৯২৪-১৯৯৮), মার্কিন লেখক

● সবাই প্রশংসা পছন্দ করে।
আব্রাহাম লিংকন, সাবেক মার্কিন রাষ্ট্রপতি (১৮০৯-১৮৬৫)

● প্রতিদিন আমাদের তিনজন মানুষের প্রশংসা করা উচিত।
এইচ জ্যাকসন ব্রাউন (১৯৪০-), মার্কিন লেখক

● অন্যকে উৎসাহ দেওয়া অমূল্য উপহারই বটে।
জয়েস মেয়ার (১৯৪৩-), মার্কিন লেখক 

● যেকোনো সম্পর্ক সফল হতে তিনটি বিষয় প্রয়োজন হয়—পারস্পরিক যোগাযোগ, প্রশংসা ও পারস্পরিক বোঝাপড়া।
মিরান্ডা কের (১৯৮৩-), মার্কিন মডেল

● সব মহত্বের শিকড় লুকিয়ে আছে ভালোত্বের তারিফের মধ্যে।
১৪তম দালাইলামা (১৯৩৫–), শান্তিতে নোবেল পুরস্কারজয়ী, ধর্মীয় গুরু

সূত্র: ব্রেইনি কোট ডটকম

Comments