ইসলামিক মতবাদ

আমাদের সমাজে ইসলামিক মতবাদের অভাব নেই। সকলের প্রধান উদ্দেশ্য থাকে, নিজেদের বলয় বৃদ্ধি করা। পায়ের তলার মাটি শক্ত করা। কার্যক্রমগুলো থাকে নিজেদের গন্ডির ভেতরে। যার কারণে বেশির ভাগ সময় দেখা যায়, এক মতবাদের এজেন্টধারী অন্য পক্ষকে দুচোখে দেখতে পারে না। চোখ, মুখ লাল করে একে অন্যকে যা তা বলে হেনস্থা করতে থাকে। 
এসব বাদ দিয়ে যদি বিভিন্ন বিষয়ের বই-পুস্তক পড়শোনা হতো তাহলে কত ভালো হতো। সকলে যার যার ক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরে অবদান রাখতে পারতো। সমাজ, দেশ ও জাতি উপকৃত হতো। ঘরে ঘরে নিজেদের মাওলানা দিয়ে ওয়াজ করানোর প্রয়োজনীয়তা হয়তো থাকতো না।

Comments