আবেগের দৌঁড়ঝাপ

আমরা বাঙালিরা খুব প্রতিবাদী স্বভাবের। অন্যায়-অনাচার আমরা সহ্য করতে পারি না। ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হই। মাঠে-ময়দানে এবং ফেসবুকে ঝাঁপিয়ে পড়ি। লক্ষ্য একটিই আমরা বেঁচে থাকতে পৃথিবীর বুকে অন্যায় তো দূরের কথা অনিয়মতান্ত্রিকভাবে গাছের একটি পাতাও পড়তে, নড়তে দিব না।
এই ক্ষুব্ধ-বিক্ষুব্ধ আবেগ-উত্তেজনার টার্গেট সিলেক্ট করার ক্ষেত্রে আমরা সবসময় নিজেদের মানুষদের বেছে নিই। নিজেদের মানুষকে ব্যাঙ্গাত্মক ট্রল ও অশ্লীল কথা বলে সমাজের চোখে নিকৃষ্ট, নরাদম হিসেবে প্রতিপন্ন করার সর্বাত্মক প্রয়াস চালাই। মাথায় এতটুকু কাজ করে না, কাকে কী বলে অপবাদ আরোপ করছি। কার চরিত্রে এতো মোটা আকারের কালিমা লেপন করছি। একান্ত অপবাদ না হলেও তো পরচর্চা হচ্ছে। আমরা বয়ানের সময় মেরাজ রাত্রির কথা বলে বলে গলা, কান সব ফাটিয়ে ফেলি। ঐ রাত্রির হকিকতগুলো বাস্তবে অধরাই থেকে যায়। নবী সা. মেরাজের রাত্রিতে কাদের দেখেছিলেন, ‘মানুষের মাংস চিবিয়ে খেতে!
একটি কথা আছে। গ্রামের মোরব্বিরা প্রায় সময় বলে থাকেন। যার মান-সম্মানের ছিঁটে-ফোঁটাও নেই, সে আরেকজনের মান-সম্মানে আঘাত করতে কালক্ষেপন করবে না। কথাটা মানতে খুব কষ্ট হলেও বাস্তবে সত্য।
কয়েকদিন আগে দুজন দরদি শিক্ষিতজনের সাথে কথা হলো। আরবি শব্দটা বললাম না। ক্যাঁচাল লেগে যাবে। আবেগ চলে আসবে। তারা কয়েকদিন আগে দ্বিখন্ডিত একটি দলের ব্যাপারে কথা বলতে গিয়ে ঐ দলের লিডারদের একজন একজন করে বললেন, জারজ সন্তান, বিশ্বচোর, দালাল। খুব আশ্চর্য হলাম, উভয়জনের কথার মধ্যে চূড়ান্ত রকমের মিল দেখে। আমি কিন্তু একসাথে উভয়জনের সাক্ষাৎ পাইনি এবং তারা একে অপরকে চিনবেও না। অন্তত আমার প্রবল বিশ্বাস। কিন্তু উভয়ের ক্বিবলা এক জায়গায়। শেষে আমি কপাল কুঁচকে রসুনের উদাহরণটি দিয়ে এলাম।
প্রথমে তাদের কথার সাথে আমিও তাল মিলিয়েছি। আমিও বলেছি, হ্যা, দল ভাঙ্গাটা ঠিক হয়নি। এটার ক্ষতি সুদূরপ্রসারী। পরের কথা শুনে তো আমি পুরো দমে গেলাম। একেই বলে, আবেগের লাফালাফি। ক্ষুব্ধ-বিক্ষুব্ধের বিস্ফোরণ।

আমরা আজকের দিন কিংবা অতীতের দিনগুলো স্মরণে রাখতে চাই। আগামির দিনগুলোর কথা বেমালুম ভুলে যাই। একজনকে ট্রল করছেন। যত ইচ্ছে করুন। আঠালো মাটি দিয়ে কালিমা লেপন করছেন। একেবারে তলে ওপরে ঘষে ঘষে লেপে দেন। আজ কিংবা গতকালের জীবনটা তার অনুকূলে নেই বা ছিল না। ভবিষ্যতের দিনগুলোও যে তার হবে না। এটা ভাবা আত্মপ্রবঞ্চনা বই কিছু নয়। স্মরণে রাখবেন, আপনার বা আপনাদের এর থেকেও ডেঞ্জারাস ট্রল অপেক্ষা করছে। আজ কেন হচ্ছে না? প্রশ্নটা করতেই পারেন। তবে আনসারটা আগেই দিয়েছি।
Facebook

Comments