ভাবনা

কয়েকজন প্রশ্ন করল। কী সব আবোল তাবোল লেখ। চাইলে এরকম লেখা দিয়ে সারা ফেসবুক ভর্তি করে ফেলব। 
আমিও বুঝি না। রাজনীতি করতে চাই না। সেটা যদি বাংলাদেশের ইসলামিক দল হয়, তাহলে তো একশ হাত না পারলেও কমপক্ষে বিশ-পঁচিশ হাত দূরে থাকার ইচ্ছা রাখি। তারপরও কেন যেন এইসব ভাবনা-লেখা চলে আসে। 

আমার পরিচিত কিংবা আত্মীয়-স্বজন যারা মাদরাসা লেভেলে পড়াশনা করেছে বা করছে। তারা আমার লেখাগুলো হজম করতে পারছে না। এর প্রধান এবং একমাত্র কারণ, লেখাগুলোর বিষয়বস্তু তাদের সাথে খাপ খাচ্ছে না। তারা আমার ওপর ভীষণ ক্ষেপে আছে। কিন্তু মুখ ফোটে কিছু বলতে পারছে না। 
আমার এই লেখাগুলোর কারণে বেশ কিছুটা এক্সপেরিন্স হয়েগেল। প্রথমত: আমার নিয়মিত কিছু লাইকার এবং কমেন্টার হঠাৎ উধাও। যারা এক সময় আমার পোস্টে লাইক এবং দরকার মনে করলে, কমেন্ট করতেন।
 
দ্বিতীয়ত: যেটা আমি অনুভব করলাম। ফেরাউনের জাদুকরদের শত সাপের মোকাবিলায় মুসা আ.র একটি লাঠি-ই যথেষ্ট।
 
একজন লেখকের চোখে সবচেয়ে বেশি ধরা পড়ে, অন্যায়, নোংরামি, অযৌক্তিকতা ও অসভ্যতা। এই ক্যাটাগরির আর যা যা আছে সব। এতে এই কাজগুলো কে সাধন করল সেটা মূখ্য কখনো হয়নি আর আশা করি ভবিষ্যতেও হবে না। এমনকি কামলা যদি লেখক নিজেও হয়ে থাকেন।

Comments