একসময় গল্প
লিখতাম। পুরো মাথা-মোথায় খালি গল্পের প্লট ঘুরপাক করত। পড়তামও খালি গল্পের বই।
ফেভারিট লেখক প্রয়াত হুমায়ূন আহমেদ। আমার যতদূর মনে হয় তার বই সবগুলো প্রায় শেষ।
তবে দু’একটা থাকলে সেটা মিসির আলি সিরিজের হবে। এই বেটাকে নিয়ে লেখা পড়তে আমার
কেমন চাপ লাগে। মাথা আওলিয়ে যায়।
তবে আমার সেই
কষ্টের লেখাগুলো কখনো ছাপার দেখা পায় না। আমার গল্পের ধরণটা এমনই যে, কোনো নির্দিষ্ট মাইন্ডেট ম্যাগাজিন বা পত্রিকায় ছাপা হওয়ার যোগ্যতা
রাখে না।
আমার আশপাশের
কাউকে পড়াতেও পারি না। ভয় ভয় লাগে। কি জানি কি বলে বসে?
নিজেই পড়তাম।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ও মুক্তস্বরের সাহিত্য আসরে পাঠ করতাম। মোটামুটি
মানের একটা বাহবাও পেতাম।
কিন্তু হঠাৎ যে
কি হলো। আমার মাথায় আল্লাহর দুনিয়ার আর সবকিছু ঘুরপাক খেলেও গল্পের প্লট ঘুরপাক
খায় না। ইচ্ছা করলেও আসে না। অনেক দিন সাহিত্য আসরে হাজির হয়েছি। এই আশা করতাম
হয়তো পূর্বের মতো আমার মাথায় গল্পের আনাগোনা শুরু হবে। কিন্তু পন্ডশ্রম।
একসময় সাহিত্য
আসর আমার কাছে অনেক দূরের কোন ব্যাপার-সেপার মনে হলো। ভাগ্যিস মুক্তস্বরের এক বড়
ভাই মুক্তস্বরের সাথে সংযুক্ত করলেন। এখন কি জানি মনে লেখার প্রতি কিছুটা ভালবাসা
তৈরি হয়েছে। আল্লাহ জানেন পরে কি হয়?
Panther TV
Panther TV
Comments
Post a Comment