গভীর ভাবনা

দুপুর প্রায় বারোটা এক
টা বাজে। আমাদের পরিবারের সবাই চা খাচ্ছি। চা খেতে খেতে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকি। একটা বিষয়ে বেশি কথা হয়। নেগেটিভ পজিটিভ উভয় পক্ষে কথা হয়। বিষয়টা রোহিঙ্গাদের নিয়ে। সবাই একটি পয়েন্টে একমত। তা হলো সহানুভূতি। অন্য সকল ক্ষেত্রে মতপার্থক্য কিছুটা হলেও আছে। আমার এক চাচাতো ভাই গতকাল এসেছে। সে বলল, রোহিঙ্গারা আসলে খারাপ। ওরা সাথে করে মদ, ফেনসিডিল এই সব হাবিজাবি জিনিষ আমদানী করছে। আমার মাথায় তড়াক করে রক্ত উঠে গেল। সেই রক্তে আমার আম্মা আরো কিছু গরম পানি দিলেন। তিনি নাকি কোন একটা ওয়াজে শুনেছেন। সম্ভবত ইউটিউবে। সেটা প্রায় আমার দোষ। বাসায় ওয়াইফাই কানেকশনের পর তাকে আমি বিভিন্ন মাওলানার ওয়াজের চ্যানেল পরিচিত করাই। তিনি বললেন, ওই হুজুর (নাম খুব পরিচিত) বলেছেন, রোহিঙ্গাদের মাঝে একটি খারাপ দল আছে। যারা পুলিশের সাথে আর্মির সাথে বেহুদা হামকে তুমকে করে। আর তাদের এই গাড় ত্যাড়ামির কারনে লাখ লাখ মানুষ আজ গৃহহারা, নির্যাতিত।
এই আলাপে বলার মাঝে আমি জাস্ট বললাম, তোমরা এইসব বুঝবে না। এটা আর্ন্তজাতিক কূট কৌশল। এই সকল অজুহাত মাত্র।
আমার ছোট বোন আমার সোজা সামনে ফ্লোরে বসে চা খাচ্ছে। সে হঠাৎ এই আলাপ ছেড়ে মি. বিন-কে নিয়ে লেগে পড়ে। মি. বিনের চমৎকার সব অভিনয় সে চমৎকারভাবে বর্ণনা করে। সবাই উচ্চস্বরে হাসছে আর মি. বিনের অভিনয়ের তারিফ করছে। আর আমি গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছি। মুখে ভেটকি হাসি। মুখ দেখে যে কেউ বুঝবে আমি হাসছি। কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

আমি শতভাগ না হলেও সেভেনটি বা এইটি পারসেন্ট নিশ্চিত প্রতিটি মুসলিম পরিবারে এই রকম আনন্দ, আড্ডা হচ্ছে। এবং খুব ইম্পোর্টেন্ট একটি সওয়ালের জওয়াবও পেয়েছি। ইউরেকা ইউরেকা বলে ন্যাংটা হয়ে দৌঁড়াতে ইচ্ছে হচ্ছিল। গত কয়েকদিন যাবৎ একটি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, খাদিমুল হারামইন হঠাৎ করে কাতারের বিরুদ্ধে অবরোদ করে বসলেন। তাও তিনি একা না আরব বিশ্বের প্রায় সকল রাষ্ট্রকে নিয়ে। সৌদির এক প্রিন্স লুকিয়ে ইসরাইলকে বন্ধু রাষ্ট্র হিসেব স্বীকৃতি দিয়েছেন। আরো কিছুদিন আগের দিকে তাকালে দেখতে পাব, শিয়া হুথিরা ইয়েমেন দখল করলে তিনি তার দলবল নিয়ে আক্রমণ করে বসলেন। আরো কত কি। বছরের পর বছর এই রোহিঙ্গাদের মতো ক্ষুদ্র মুসলিম নৃ-গোষ্টি বারে বারে মার খাচ্ছে। তাদের হৃদয়ে কি একটু নাড়া দেয় না। খাদেমুল হারামইন মানে কি বছরে একবার এসে মক্কা মদিনা তওয়াফ করা আর কর্মচারী দিয়ে গিলাফ পরিবর্তন করা? তাহলে ঠিক আছে।

Comments