আমি গতকাল আমার এক খালার বাসায়
যাই। অনেকক্ষণ ছিলাম। মনটা খুব বিষণœ ছিল। কাজে মন
ছিল না। খালার বাসায় যাওয়ায় মনটা বেশ খানিকটা ফুরফুরে হয়ে যায়। কাজে মনোযোগ আসে।
তবে একটি সূক্ষè চিন্তা মাথায় ঢুকে যায়। মানুষ বাঁচে কি
জন্য?
প্রশ্নটা হয়তো দার্শনিক টাইপ
হয়েগেছে। আমি নিজের মনে অনেক উত্তর দিতে থাকি। কিন্তু কোন সদুত্তর হয় না। যেমন
আমার খালা একজন বিধবা। তার তিনটা ছেলে একটা মেয়ে। তারা লেখাপড়া করছে। বাসায় এক
সাথে ওরা থাকতে পারে না। ঝগড়াঝাটি, মারামারি, হাউকাউ।
খালার ধামকি, শাসন।
আমার কথা হল, আমরা এই যে
স্বপ্ন দেখি। বড় কিছু হব। চলার পথে এর থেকে একটা অনুপ্রেরণা পাই। যদিও অধিকাংশ
স্বপ্ন অধরাই থেকে যায়। তবুও........।
কিন্তু খালার তো নিজস্ব কোন
স্বপ্ন নেই। বড় হবার আকাঙ্খা নেই। তাহলে তিনি কেন এত কষ্ট করে জীবন যাপন করছেন।
মানুষ হয়ে জন্ম নেওয়ায় নাকি তার এই অক্লান্ত পরিশ্রম। হতে পারে।
I'm on facebook
I'm on facebook
Comments
Post a Comment