জীবন কথা

আমি আমার জীবনে কোন একটি কাজে হাত দিয়েছি আর সাকসেস হই নি, এমন কোন নজির নেই। কিন্তু পূর্ণাঙ্গ সফল কখনো হতে পারি নি। এটা আসলে একটি গভীর চিন্তার বিষয়। আমি এ নিয়ে অনেক চিন্তা করেছি। কিন্তু পুরোপুরি রহস্য উন্মোচন করতে পারি নি। মনে কখনো এসেছে আমি কিছু করতে পারব না। যখনি এটা মনে হয়েছে আশ্চর্য রকম একটা হতাশা আমাকে ঘিরে ধরে। তবে আমি কখনো হতাশ হই নি। কেন হতাশ হই নি সেটা আরও বড় রকমের রহস্য।
কথায় আছে দুই নৌকায় পা দিতে নেই। আমি শুধু দুই নৌকা নয়, অনেক নৌকায় পা দিয়েছি। তবে একটার পর একটা। যখন একটি নৌকা চড়া শেষ হয়েছে তখন না। যখন মনে হয়েছে আমি এই নৌকা নিজে নিজে চালাতে পারব এবং পারিপার্শ্বিক স্বজনরা একটা সমীহের চোখে দেখতে থাকে তখন-ই এই নৌকা আমার কাছে বিরক্তিকর মনে হয়। আমি সম্পূর্ণ রূপে উৎসাহ হারিয়ে ফেলি। মাথায় চলে আসে অন্য ধ্যান-ধারণা। আমি ছিটকে যাই।
আমি একটি কম্পিউটারের দোকানে কাজ করেছি। দোকানে প্রথমে একটি কম্পিউটার ছিল। অন্য একজন চালাত। আমাকে পেয়ে দোকানের মালিক তাকে ছাড়াতে চাইলেন। আমার মৌন সম্মতি ছিল। কিন্তু একদিন দোকানে আমার সেই কলিগটির কাজ দেখে আমি পুরোপুরি ভড়কে যাই। আমি হতাশ হই। কারন আমি এই কাজগুলো কখনো করি নি। বিধায় পারব না এটা বলাই বাহুল্য।
আমি মালিককে বললাম, মামা, ওকে আপনারার ছাড়ানোর কোন প্রয়োজন নেই। কারন ওকে আপনারা সম্মান দিয়েছেন। আমার কারনে সেই সম্মানটুকু নষ্ট করবেন না। আমি-ই বরং.......
মালিক করলেন কি। আরেকটি কম্পিউটার কেনার প্ল্যান করলেন। আমি এর মধ্যে বই-টই কিনে আমার কম্পিউটারে কিছু প্র্যাক্টিস করা শুরু করলাম। দোকানেও এর মধ্যে কম্পিউটার কেনা হয়ে গেছে। আমি বসে গেলাম কম্পিউটার নিয়ে।
কাষ্টমারের কাজ করতে গিয়ে বুঝলাম কত ধানে কত চাল। কিন্তু হাল ছাড়ি নি। যে ভাবেই হোক আমাকে কাজে দক্ষ হতে হবে। আল্লাহর রহমতে মাত্র কিছু দিনের ভেতর-ই আমার একটা অবস্থান তৈরী হয়ে যায়। আমি পূর্ণ দক্ষতার সাথে কাজ করতে থাকি। কিন্তু আমার সেই পিছুটান তো আর আমাকে ছাড়ে না।
আমাকে দোকন ছেড়ে চলে আসি অন্য কাজ করব বলে। সেটার ডিমান্ড এটার থেকে অনেক বেশি। এই সময় বুঝতে পারলাম আমি কেন সফলতা পেয়েও সফল হতে পারি না। আসলে আমি যখন কোন কাজ প্রথম শুরু করি, তখন আমার একটা উত্তেজনা থাকে আমি কাজটি ভালভাবে আয়ত্ত করতে হবে। যখন কাজটি আমি ভালভাবে আয়ত্ত করে ফেলি তখন-ই ঘটে বিপত্তিটা। আমার উত্তেজনা সম্পূর্ণ রূপে উধাও হয়ে যায়। আমি নিস্তেজ হয়ে পড়ি। কাজে মন বসে না।


Comments