জীবনের গতিপথ

আমার জীবনের গতিপথটা যে কোন দিক থেকে কোন দিকে মোড় নিবে আল্লাহই মালুম। শুধুই অস্থির ভাব। কোন একটা ক্ষেত্রে থিতু হয়ে বসে থাকতে পারি না। এক সময় সাহিত্য সাধনায় খুব মন ছিল। আল্লাহর রহমতে অনেক লেখেছি। বই পড়েছি। যদিও বেশির ভাগ বই-ই উপন্যাস টাইপের। তবে অনেক কিছু শিখতে পেরেছি। মধ্যখানে প্রায় বৎসর দেড়েক গ্যাপ হয়ে গেল। এখন আবার শুরু করতে যাচ্ছি।

গ্রাফিক্স ডিজাইন শিখছি। বর্তমানে ওয়েব সাইট টেম্পলেট ডিজাইন করছি। খুব বেশি আকাঙ্খা, গ্রাফিক্স  ডিজাইনে ভাল একটা কেরিয়ার গড়ব। জানি না এটা কতটুকু সাকসেস হব। আমার মনের অস্থিরতাকে আমি সবসময় খুব বেশি ভয় পাই।

Comments