আমি প্রতিদিন একটা করে নিয়ত করি। প্রতিজ্ঞা করি। দৃঢ়
প্রতিজ্ঞা। কিন্তু দেখা যায়, যেই সেই। মানে কোনো প্রতিজ্ঞা, কোনো নিয়ত পুরো করতে
তো পারিই না, উল্টো মনে হয়, এই নিয়ত বা প্রতিজ্ঞাটা না করাটাই বেটার হতো। কারণ আগে
একটু আধটু হলেও কাজটা পালন করেছি। কিন্তু আজ সেটার ধারে কাছেও নাই।
যেমন কয়েকদিন আগে নিয়ত করেছিলাম, প্রতিদিন না হলেও অন্তত
দুইদিনে একটা লেখা লিখব। কিন্তু সেটা আর হলো কই? এখন দেখা যায় মাস চলে যায়, একটা
লেখাও হয় না।
তাই নিয়ত করেছি আর কোনো কাজ করার জন্যে নিয়ত বা প্রতিজ্ঞা কোনোটাই
করব না। যা কপালে আছে, তাই হবে।
জানি না এই নিয়তটাও কি পরো হবে। আল্লাহই জানে।
Comments
Post a Comment