কৌতুক



কি যে লিখব খুঁজে পাচ্ছি নাবেশ কয়েকদিন ধরে এমন অবস্থা হল কেন, বুঝতে পারছি নাসহজ সংক্ষেপে একটা কৌতুক বলিকার কাছ থেকে যেন শুনেছিলামতবে এরকম নয়
এক লোক চারটা বিয়ে করেছেপাড়া-প্রতিবেশিরা হায় হায় করে উঠলএই সেরেছে! এই গর্দভটা করলটা কী? এক বউকে খাওয়াতে পারবে নাচার-চারটা বউকে কীভাবে খাওয়াবে ? তার ওপর বছরে বছরে যে সব আওলাদের আগমন ঘটবে, ওদের কি হবে? শালা আস্ত বেয়াক্কেল!
প্রায় মাসখানেক কেটে গেলদেখা গেল, লোকটার অবস্থা দিন দিন তরক্কি হচ্ছে বেকার অলস লোকটার কী করে উন্নতি হচ্ছে, সকলের কৌতুহল হলসবাই দল বেধে তার বাড়িতে গিয়ে হাজির
লোকটার কাণ্ডটা দেখে সবার চোখ কপাল বেয়ে একেবারে মাথায় গিয়ে ঠেকেছেসে একমনে এক হাজার টাকার নোট গুনছে আর বান্ডিল বান্ডিল করে সিথানের পাশে রাখছেপ্রায় আধ ঘন্টা লেগে গেল, তার এই হিসেব-নিকেশ করতে করতে
সে ক্লান্তিতে চোখ বুজে টানটান হয়ে শুয়ে পড়লবলল, কী জন্যে এসেছ? তাড়াতাড়ি বলে কেটে পড়
গাঁয়ের লোকরা আর কী বলবে? তারা ঘোরের মধ্যে আছেচোখ বড় বড় হয়ে আছেমুখটা হা করা, একেবারে তিমি মাছের হা করা মুখের মতোমনে মনে বলছে, বাপ-দাদাও কী এতটাকা একসঙ্গে দেখেছে?
লোকটা তাড়া দিল, আরে হল কি? ত্যাবদা মেরে আছো ক্যা? যা বাপু যাওএমনিতেই মেজাজটা খারাপ আছেছোট বউটা আজ টাকা কম দিয়েছেশালি আজ আসুক মজা দেখাব? দশ হাজার টাকার চাকরি করবে, আর আমার কাছে জমা দিবে, আট হাজার টাকা! স্পর্ধা কত!

কলাপাতা

Comments