চুমু



হোজ্জার কাছে এক মহিলা আসলএকটি পুরুষের বিরুদ্ধে বিচার নিয়ে

হোজ্জা ঘুম ঘুম চোখে বললেন, কি হয়েছে ঝটপট বলো, বেশি প্যাচাল পাড়বে নামেয়েলোকেরা প্যাচাল পাড়তে ভালবাসেন্যাকামিও করবে না ন্যাকামি্ আমি একদম সহ্য করতে পারি না

মহিলাটি বলল, জি হুজুর, আমি প্যাচাল পাড়ি নাযা বলছি সোজাসুজি বলছিআমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিঐ ব্যাটা না আমায় …….. আমায় ধরে চুমা দিয়েছেআমি এর উপযুক্ত বিচার চাই

হোজ্জা গম্ভীরভাবে কয়েকবার মাথা ঝাকালেনবললেন, ঠিক আছে, এটা গুরুতর অপরাধএর শাস্তি হওয়া উচিততুমি এক কাজ করোঐ ব্যাটাকে ধরে ওর দুই গালে কষে দুই থাপ্পর মারো

মহিলাটি তেলে-বেগুনে জ্বলে উঠলবলল, হোজ্জা, এটা তোমার কি বিচার! সে আমার এত বড় সর্বনাশ করলোআর আমি সামান্য এক চড় মারবো?

হোজ্জা চেহারায় বিরক্তির ভাব এনে বললেন, ঠিক আছে তুমি যখন উপযুক্ত বিচার চাচ্ছো; তাহলে এটা করোসে তোমাকে যেভাবে চুমা দিয়েছে তুমিও সেভাবে তার গালে আচ্ছাসে একটা ‍চুমা বসিয়ে দাওতাহলে তো ল্যাটা চুকে যাবে!

                                      www.facebook.com/groups/kolapata.adda

Comments