হোজ্জার কাছে এক মহিলা আসল। একটি পুরুষের বিরুদ্ধে বিচার নিয়ে।
হোজ্জা ঘুম ঘুম চোখে বললেন, কি হয়েছে ঝটপট বলো, বেশি প্যাচাল পাড়বে না। মেয়েলোকেরা প্যাচাল পাড়তে ভালবাসে। ন্যাকামিও করবে না। ন্যাকামি্ আমি একদম সহ্য করতে পারি না।
মহিলাটি বলল, জি হুজুর, আমি প্যাচাল পাড়ি না। যা বলছি সোজাসুজি বলছি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ঐ ব্যাটা না আমায় …….. আমায় ধরে চুমা দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
হোজ্জা গম্ভীরভাবে কয়েকবার মাথা ঝাকালেন। বললেন, ঠিক আছে, এটা গুরুতর অপরাধ। এর শাস্তি হওয়া উচিত। তুমি এক কাজ করো। ঐ ব্যাটাকে ধরে ওর দুই গালে কষে দুই থাপ্পর মারো।
মহিলাটি তেলে-বেগুনে জ্বলে উঠল। বলল, হোজ্জা, এটা তোমার কি বিচার! সে আমার এত বড় সর্বনাশ করলো। আর আমি সামান্য এক চড় মারবো?
হোজ্জা চেহারায় বিরক্তির ভাব এনে বললেন, ঠিক আছে। তুমি যখন উপযুক্ত বিচার চাচ্ছো; তাহলে এটা করো। সে তোমাকে যেভাবে চুমা দিয়েছে তুমিও সেভাবে তার গালে আচ্ছাসে একটা চুমা বসিয়ে দাও। তাহলে তো ল্যাটা চুকে যাবে!
www.facebook.com/groups/kolapata.adda
Comments
Post a Comment