ইসলামি ম্যাগাজিন



একটি রেষ্টুরেন্টে বসে চা খাচ্ছিএক বড়ভাই ডেকে এনে খাওয়াচ্ছেনতাঁর বিভিন্ন টাইটেলকোনটা রেখে কোনটা বলি! তবে একটা টাইটেল চড়া গলায় বলা যায়তিনি একজন আদর্শিক ইসলামিক লেখকহালকা করে আরেকটা টাইটেল বলে ফেলি, তিনি বেশকিছু ম্যাগাজিনের সম্পাদকওএগুলো কোনো প্রফেশনাল ম্যাগাজিন নাবিবাহ উপলক্ষে যে সব স্মারক টারক বের হয়; সেই গুলোর
তিনি চায়ে গভীর এক চুমুক দিয়ে চেহারায় কঠিন দার্শনিক ভাব এনে বললেন, বুঝলে ইয়াহইয়া, ইসলামি ম্যাগাজিনের অনেক কদরকিন্তু প্রকাশ করার কোনো ভালো ব্যবস্থা নাইঅর্থের অনেক সংকটআমাদের সবচেয়ে বড় সমস্যা হল, অর্থ দৌর্বল্য
আমার কথা বলার ইচ্ছা ছিল নাকিন্তু আমাদের বংশের বড় একটা সমস্যা হল, কথা না বলে থাকতে পারে নানসীহত-হেদায়ত আর বয়ান খুব বেশি চলেখাবার না খেয়ে থাকতে পারব, কিন্তু এই মহাগুণগুলো এক মিনিটের জন্যে বিরতী দিতে পারব না
তাই মুখে কুলুপ এঁটে থাকতে না পেরে অন্যদিকে চেয়ে-ই বললাম, জি না ভাই সমষ্টিগতভাবে বললে এই কথা বলব; অর্থ সমস্যা, মূল সমস্যা নাআপনাদের সমস্যা অন্য জায়গায়
তিনি চোখ ছোট ছোট করে বললেন, অন্য সমস্যাটা কী?
আমি বিজ্ঞের ভাব ধরে বললাম, আপনাদের ম্যাগাজিনের পাঠক নেইপাঠকের তীব্র সংকটআর পাঠক থাকলে টাকা এমনিতেই আসেঅর্থ সংকট বলে বলে মাথা নষ্ট করার কিছু নেই
-তুমি একথা বলছ কেন? কত লোক আমাকে ফোন করে অস্থির করে জান! তাদের একটাই কথাএকটা কিছু বের করেন; একটা কিছু বের করেন
আমি ফিক করে হেসে ফেললাম
তিনি কুপালে বেশ কয়েকটা ভাঁজ ফেলে বললেন, হাসছ কেন? এখানে হাসির কী পেলে?
আমি বললাম, ভাইয়া, এরা সব হুজুগী পাঠকপ্রকৃত পাঠকসত্তার অধিকারী না আপনি একটি গঠনমূলক লেখা ছাপাবেন _আত্মসমালোচনা হোক কিংবা সত্য বলার জন্যে হোক_ যা কোনোভাবে তাদের বিরুদ্ধে চলে যায়দেখবেন, আপনার পত্রিকা ছাপাখানায় বান্ডিল বান্ডিল পড়ে আছেএকটুও ছুঁয়ে দেখার কাউকে পাবেন না

                                    www.facebook.com/groups/kolapata.adda

Comments