একবার একজন
ব্রাম্মণ এলেন গোপালের বাড়ি। উদ্দেশ্য, গোপালকে ধর্ম-কর্মে মনোযোগী করা। গীতা
পুরাণ থেকে অনেক বাণী পড়ে শোনালেন। কিন্তু গোপালের সেদিকে কোনো খেয়াল নেই। হঠাত
ব্রাম্মণ বই-পুস্তক বন্ধ করে গোপালকে বললেন, কি হে, আমার কথা বুঝতে পারছ না?
গোপাল নত মস্তকে
বললেন, আজ্ঞে বুঝতে পারব না কেন? ভালো করেই বুঝতে পারছি।
ব্রাম্মোণ হালকা
ঝাঁঝের সাথে বললেন, তাহলে কোনো কথা বলছ না কেন?
-কী বলব, যা বলার
আপনি-ই তো বলে ফেলছেন?
-তা হলে কোনদিন
ভুজের আয়োজন করবে?
গোপাল অন্যমনস্ক
হয়ে বললেন, না, আমি কোনো ভুজ-টুজের আয়োজন করি না।
এই কথা শুনে
ব্রাম্মোণের সে কি রাগ! রাগে গোঁ গোঁ করছেন। বললেন, তুমি কি জান কার সাথে কথা বলছ?
তুমি উচ্ছন্নে যাবে!
গোপাল ভেটকি মাছের
মতো মুখ করে বললেন, আজ্ঞে, দয়া করে সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দিবেন। আপনারা মহান
পুরুষরা যখন সেদিকে গেছেন। আমার যেতে সমস্যা কি?
Comments
Post a Comment