একটি মিটিংয়ে আছি।
বলা যায় বেশ গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে বক্তার কথাগুলো গিলছি। একটা কথাও
ফাঁক-ফোঁকর দিয়েও যেতে দিচ্ছি না। যে বিষয়টা নিয়ে বক্তা আলোচনা করছেন, সেটা আমার
ক্যারিয়ারের ক্ষেত্রে খুব-ই ইম্পরট্যান্ট। হঠাত মোবাইলের রিং-টোন বেজে ওঠে। আমার মোবাইলে রিং-টোনটাও একটা পরিচিত প্রেমের গানের সুর। মহাবিরক্ত হয়ে হল
থেকে বাইরে আসি। কল রিসিভ করি।
“হ্যালো,
আমি পড়শী বলছি। আগামী সপ্তাহে আপনার শহরে আসছি। আমাকে কিছু বলার থাকলে বলতে পারেন।
আপনার গ্রামীনফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ...........নম্বারে এস. এম. এস করে জানিয়ে
দেন; আমাকে নিয়ে আপনার মনের অভিব্যক্তি”।
আমার মারাত্মক
টেম্পার খারাপ হল। গোস্বায় পাগল হবার জোগাড়। নিচু স্বরে ঝাঁজের সাথে বললাম, এই
বড়শী, আমার মনের অভিব্যক্তি আর কিছু না। তোমাকে আই ........। শালার যত ফাউল
কারবার!
একদিন তো শেখ
হাসিনা ফোন দিয়েছিলেন। আরেকদিন বলব না হয়!
www.facebook.com/groups/kolapata.adda
Comments
Post a Comment