গোপালের চাঁপার জোর



একবার গোপাল ভাঁড় মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করেন। তার খুবই দরকার ছিল। অনেকদিন হয়ে  গেছে কিন্তু গোপাল সেই টাকাগুলো শোধ করছে না। সুদে-মূলে অনেক টাকা জমে গেছে। মহাজন রাগে, ক্ষুভে অস্থির হয়ে তাকে খুঁজছে। একদিন রাস্তায় অকস্মাত গোপালের সাথে তার দেখা হয়ে গেল। মহাজন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, গোপাল, বাবাজি এবার পালাবে কোথায়? এখন বুঝবে কত ধানে কত চাউল!

গোপাল ট্যারাচোখে চারদিকে তাকায়। না, কোথাও পালানোর রাস্তা নাই। মহাজনটা পালানোর সব পথ বন্ধ করে রেখে দিয়েছে।

গোপাল মুখে কৃত্রিম হাসি এনে বলল, মহাজন সাব, আমাকে একটা দিন সময় দিন। আমি আপনার টাকাটা কালই পরিশোধ করে ফেলব।

মহাজন বাঘের মতো গর্জন করে বলল, না, আর এসব বেল্কি দিয়ে কাজ হবে না। এখনই টাকা দিতে হবে। নইলে নইলে এখানেই তোমার শ্রাদ্ধের আয়োজন সেরে ফেলব।

গোপাল তার চিরায়ত ভেটকিমাছের মতো মুখ করে হে হে করে বলল, মহাজন সাব আপনে আসলেই একজন দয়ালু মানুষ। টাকা ধার দিয়ে সেটা পাবার নাম নাই। তার ওপর আবার শ্রাদ্ধের খরচ দিতে চান। ওইটা আপনার করার দরকার নাই। আমার ছেলের কাছেই দিয়ে দিন। মরার পর ভূত হয়ে তো আপনাকে টাকা দিতে আসবো না।
                                                                                                                 

                                                              www.facebook.com/groups/kolapata.adda

Comments