হোজ্জার বিচার




নাসির উদ্দিন হোজ্জা বিচারকের আসনে বসে বিচার করছেন। বাদীর কাঠগড়ায় দাড়িয়ে ফরিয়াদী বলল, মহামান্য আদালত, ওই কলিমুল্লাহ আমার নাকে ঘুসি মেরে রক্ত বের করে দিয়েছে। এই দেখেন, কত রক্ত এখনো ঝরঝর করে পড়ছে।
হোজ্জা মাথা ঝাকিয়ে সায় দিলেন। বললেন, তোমার কথাই ঠিক।

এবার আসামী বলল, জ্বি না হুজুর, সলিমুল্লাহ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। সে নিজেই নিজের নাকে ঘুসি মেরে রক্ত ঝরিয়েছে। এই মামলা প্রতিহিংসামূলক।
হোজ্জা ফের মাথা ঝাকালেন। বললেন, তোমার কথাই ঠিক।

পর্দার ভেতর থেকে হোজ্জার স্ত্রী সব শুনলেন। স্বামীকে উদ্দেশ্য করে ঝাঁঝালো গলায় বললেন, এইটা কি রকম বিচার? বাদী-আসামী সবার অভিযোগ-ই ঠিক! হয় বাদীর কথা ঠিক নয়তো আসামীর জবানবন্দি ঠিক।

হোজ্জা সমর্থনসূচক হাসি দিয়ে বললেন, বিবি তোমার কথাই ঠিক।

                                      www.facebook.com/groups/kolapata.adda

Comments