হোজ্জার পুরস্কার

একবার হোজ্জা একটা গাধা কিনলেনজরুরী দরকারে হেল্প করবেকিন্তু গাধাটা খুবই বেয়াড়া প্রকৃতিরকথা শুনেনা
একদিন হোজ্জা একটা বিশেষ প্রোগ্রামে যাবেনগাধার পিঠে উঠলেনযেই সামনের দিকে চললেন অমনি গাধা তার খাসলত শুরু করে দিলশুধু লাফালাফি করছেএত লাফালাফি করছে যে, একবার তো হোজ্জা পড়ে-ই গিয়েছিলেনকোনো রকমে বসে রইলেনগাধাটাকে বাগে আনতে পারছেন নাআবার নামতে-ও পারছেন নাএমন অবস্থায় হোজ্জা জীবনে পড়েননিচোখে-মুখে করুণ দশা ফুটে ওঠে
এমন সময় গাধা তার গাধামী করে পুকুরে ঝপাৎ করে পড়েআর যায় কোথায়পুকুরের ব্যাঙরা এক্যবদ্ধভাবে মিছিল শুরু করেঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজে গাধার কান ঝালাপালা করে ফেলেগাধা অমনি শান্ত হয়ে পড়েহোজ্জা মুখ-চোখ মুছে পুকুরে নেমে পড়েন ব্যাঙদের উদ্দেশ্যে এক পয়সার একটা কয়েন ছুঁড়ে দিয়ে বললেন, বাবারা তোদের অনেক থ্যাঙ্কু!

                                                             www.facebook.com/groups/kolapata.adda

Comments