ব্লগ

ব্লগ সম্বন্ধে আমার ধারণা বেশ আগের নয়। বেশ কছুদিন আগে হঠাত ইন্টারনেটে আয় বিষয়ক একটি লেখা পড়ি। যা ব্লগিংয়ের মাধ্যমে আয় করা যায়। লেখাটা পড়েই আমি এর দিক নির্দেশনা মোতাবেক ব্লগ তৈরিতে লেগে পড়ি। এবং একটি ব্লগ বানিয়েও ফেলি। তখন আমার সে কি আনন্দ! সে কি উচ্ছাস!
অত্যাধিক আনন্দিত হওয়ার কারন হলো, বহুদিন থেকে খুঁজছি আমার কাঁচা লেখা প্রকাশ করার কোন মাধ্যম। কিন্তু পাচ্ছিনা। তাই লেখা প্রকাশের এই অভিনব মাধ্যম পেয়ে যারপরনাই খুশি হয়েছি। আয় করার দরকার নেই। লেখা প্রকাশ হওয়াটাই বড় কথা।
এরপর ধাপে ধাপে কয়েকটি ব্লগ বানাই। সুন্দর টেম্পলেট, বিভিন্ন রকমের গেজেট দিয়ে সাজাই। শেষে একটি ব্লগকে নির্দিষ্ট করি। বাকিগুলো কেঁটে ফেলি। কিন্তু কেউ পড়েনা বলে মনে হালকা দুঃখ থাকে। পড়বেই বা কী করে? আমার ব্লগ তো পরিচিত নয়। আর আমি তো জনপ্রিয় লেখকও না।
তাই কমিউনিটি ব্লগে (যেমন, সামহোয়ের ইন ব্লগ, সাহিত্য ব্লগ) নিজের একটি পেজ খুলব। যাতে অনেক লোকেরা আমার লেখাটা পড়তে পারে। কিন্তু সেসব ব্লগের নিয়ম কানুন, উদ্ভট সিস্টেম মোটেই ভাল লাগেনি।
ঘুরে-ফিরে দেখেছি, নিজের তৈরি করা ব্লগে নিজের লেখা প্রকাশের উত্তম ব্যবস্থা। নিজেই লিখব, নিজেই পড়ব। হতে পারে একদিন আরও দশ জনেও পড়বে। মন্তব্য করবে।
আসলে আমার বন্ধু-বান্ধবদের কম্পিউটার নেই। থাকলে হয়ত তাড়াও পড়ত। আর যে দুএক জনের আছে, তারা এতটা আউলা-ঝাউলা। তাদের ভালো কাজে, সুন্দর কাজে পাওয়াই যায়না। দিনরাত ফাউল কাজে সময় কাটায়। আর ক্লাসে এসে বড় বড় দাপ্পা মারে। এমন ভাব মারে যে, দুনিয়ার সবকিছু তার হাতের মুঠোয়।
আমার একটি ফেসবুক একাউন্ট আছে। সেখানে আমার ব্লগটি শেয়ার করি। আর এজন্য আমার কিছু বন্ধু, যারা মোবাইল দিয়ে নেট চালায় তারা আমার ব্লগে ঢুকে। মোবাইল দিয়ে ঢুকে তো। তাই বেশ কিছু দেখতে বা করতে পারেনা। তবুও ভাল, তারা তো জানে আমার একটি ব্লগ আছে।

                                                                           ১৭-১০-১৩

Comments