বেশ কিছুদিন
ধরে আমার মাথায় একটি পোকা কিলবিল করছে। পোকাটা আসলে একটি স্বপ্ন। যা ইউসুফ সুলতান
সাহেব দেখিয়েছেন। আল-আনসার বিজনেস ফোরামের আইটি সেমিনারে।
ইন্টারনেটে
একটি ওয়েবসাইট তৈরী করা। যার মাধ্যমে দ্বীনের জন্যে কাজ করা। আমার যা অবস্থা,
দ্বীন-ধর্মের জন্যে কিছু করতে পারব কিনা সন্দেহ। ভয়ংকর ভয়ংকর পাপ দিব্যি করে
বেড়াচ্ছি। কোন সময় এমনও মনে হয়, শরীরের এমন কোন অঙ্গপ্রত্যঙ্গ নেই, যার দ্বারা আমি
গোনাহ করিনি। আর আমি করব দ্বীনের জন্যে ওয়েবসাইট! সে তো চপল মনের কল্পনা।
তবুও স্বপ্ন
দেখি। স্বপ্ন দেখতে তো কোন মানা নেই। পূরন করার মালিক আল্লাহ পাক।
কিন্তু নিজেতো
পারফেক্ট হতে হবে। যোগ্যতা, দক্ষতা এবং অভজ্ঞতা অর্জন করতে হবে। সৎ, আদর্শবান মানুষ হতে হবে। আর এর জন্য দরকার অনেক পড়াশোনা।
কিন্তু পড়াশোনার
ধার না ধরে দেখি, মাথার ভিতর পোকাটা (স্বপ্ন) কিলবিলানি করছে। সর্বাবস্থায়,
সর্বস্থানে। চিন্তা করে দেখি, এতো আমার জন্যে উপকারি নয়। অপকারী হয়ে মাথায় সওয়ার
হয়েছে। তাই মনে মনে সিদ্ধান্ত নেই, যতদিন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন হবেনা,
ততদিন এই পোকাটা মাথা থেকে সরিয়ে রাখতে হবে।
যদিও আমি ভালো
করেই জানি, আমার শিক্ষাগত যোগ্যতা আর হবেনা। যখন হওয়ার সময় ছিল, তখন পাত্তা দেইনি।
আলসেমি করেছি।
তারপরও
যথাসাধ্য চেষ্টা করব, যাতে এই দু’বৎসর (আলীয়া পঞ্চম এবং দাওরায়ে হাদীছ) ভাল করেই পড়তে। সাথে সাহিত্য সাধনাও
চলবে।
প্রার্থনা করি,
আল্লাহ পাক আমার এই নেক উদ্দেশ্য পূরন করেন। সৎ ও সুন্দর জীবন যাপনের তাওফিক দান
করেন।
(০৬-১০-২০১৩)
Comments
Post a Comment